কন্টেন্ট রাইটিং
কন্টেন্ট হচ্ছে ইকমার্স মার্কেটিং এর প্রান ভোমরা।আপনার কন্টেন্ট যদি আকর্ষনীয় হয়, তথ্যসমৃদ্ধ হয় তাহলে সেই কন্টেন্টই ক্রেতার মন জয় করতে বড় ভূমিকা পালন করে।কিন্তু শুধু ক্রেতার মন জয় করলেই তো হবে না, গুগোলের মনও তো জয় করতে হবে।ZovoGeeks এর কাজ শুধু কন্টেন্ট লেখা নয় বরং এটাকে গুগোলে র্যাংকিং করার দায়িত্ব ও আমাদের। আমরা কপিরাইটিং,ব্লগ রাইটিং,টেকনিকাল রাইটিং,ওয়েব আর্টিকেল রাইটিং,গেস্ট পোস্ট রাইটিং সার্ভিস সহ সব ধরনের রাইটিং সার্ভিস দিয়ে থাকি।