ফ্রী এফ কমার্স সার্ভিস

আমরা চাই আমাদের দেশের স্টার্ট-আপ গুলো আরো একধাপ উপরে উঠুক।আমরা আরো চাই একজন সম্ভাবনাময় উদ্যোক্তা যেন সাপোর্ট এর অভাবে অন্যদের থেকে পিছিয়ে না পড়ে। তাই তো দেশি স্টার্ট-আপ গুলোর জন্য একদম ফ্রীতে আমরা দিচ্ছি বিজনেস কনসাল্টেশন, লিগ্যাল আডভাইস,অডিট রিপোর্ট, বিজনেস ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ও টিম ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক।

০১
০১
ফ্রী সার্ভিস সপ্তাহে ৭ দিন:

সপ্তাহের যেকোন দিনে আমরা আপনার সেবার জন্য সর্বদা প্রস্তুত। আমরা জানি একটা অনলাইন বিজনেস এর শুরুর দিকের যাত্রা কত কঠিন হয়।তাই শুধু স্টার্ট-আপ এর মালিকদের জন্য আমাদের ফ্রী সাপোর্ট একটা ভালো ইফেক্ট রাখতে পারবে বলে আমরা মনে করি।

০২
০২
eCAB সদস্য Zovogeeks:

আপনি জানেন নিশ্চয় বর্তমানে e Commerce Association of Bangladesh এর কার্যক্রম সম্পর্কে।Zovogeeks হচ্ছে Zovoteam এর একটা সাবসিডিয়ারি।আর Zovo Team এর ই ক্যাব মেম্বারশিপ নম্বর -১৫২৭। তাই আমাদের উপর সম্পুর্ন আস্থা রাখতে পারেন।

০৩
০৩
অভিজ্ঞ ই কমার্স এক্সপার্ট:

বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় একজন উদ্যোক্তা কেবলমাত্র তার প্রোডাক্ট এবং সার্ভিস প্রমোট করার জন্যই ব্যস্ত থাকেন। তারা ভুলে যান কাস্টমার কি চায়। আমাদের এক্সপার্টরা দীর্ঘদিন ধরে ইকমার্স, এফ কমার্স এর সাথে যুক্ত তাই তারা সহজে একটা নতুন স্টার্ট-আপ এর সমস্যা গুলোর কার্যকর সমাধান করতে পারবে।

০৪
০৪
লং টার্ম সাপোর্ট:

কোন এফ কমার্স দুএক দিনেই প্রতিষ্ঠিত হয়না।একটি বিজনেস শুরু হওয়ার পেছনে একটি গল্প থাকে, কিছু কারণ থাকে, সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে।সেজন্য আমাদের টিম আপনাকে লংটার্ম সার্ভিস দিতে প্রস্তুত যতদিন না আপনার স্টার্ট-আপ একটা বড় ব্যাবসা প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।আপনার প্রয়োজন অনুযায়ী আমাদের কাছে থেকে লংটার্ম পেইড সার্ভিসও নিতে পারেন।

এখনই আপনার ফেসবুক পেইজ শেয়ার করুন অথবা আপনার প্রশ্ন / সমস্যা পাঠিয়ে দিন আমাদের এক্সপার্ট টিমের কাছে।