গ্রাফিক ডিজাইন
গ্রাফিক ডিজাইন হলো একটি মননশীল প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একজন গ্রাফিক ডিজাইনার বিভিন্ন ভিজুয়্যাল এলিমেন্ট(লাইন, কালার, টেক্সচার ইত্যাদি) দ্বারা তার চিন্তা ও মননশীলতার বহিঃপ্রকাশ ঘটায়,সমাজকে অর্থবহ মেসেজ দিয়ে থাকে অথবা বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরে। অনেক ছোট প্রতিষ্ঠান তাদের অল্প বাজেট নিয়ে খুব চিন্তায় পড়ে যায়।এখন থেকে চিন্তার কারন নেই, ZovoGeeks এর অভিজ্ঞ ডিজাইনাররা আপনার কাজ গুলো বাজেট অনুযায়ী করে দিবে। আমাদের কাছ থেকে সব ধরনের ডিজাইন তো পাবেনই সেইসাথে অ্যানিমেশন ডিজাইন,ভিজ্যুয়াল কন্টেন্ট সহ আরো অনেক কিছুই থাকছে।