লোকাল এসইও
লোকাল এসইও এর পূর্ণরূপ হল লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা জানি এসইও আপনার ওয়েবসাইট কে অনলাইনে সমগ্র বিশ্বের অডিয়েন্সকে টার্গেট করার সুযোগ সুবিধা দেয়। কিন্তু আপনার ব্যবসাপ্রতিষ্ঠান যদি অফলাইন বা লোকাল ভাবে সার্ভিস দিয়ে থাকে তাহলে অবশ্যই সব সময় সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি কাস্টমার বা অডিয়েন্স পাবেন না। এর জন্য আপনাকে করতে হবে লোকাল এসইও।তবে চিন্তার কারন নেই ZovoGeeks এর কাছ থেকে কিওয়ার্ড রিসার্স,অপটিমাইজেশন,লোকাল এসইও,টেকনিক্যাল এসইও সহ আরো অনেক সেবা আপনি পাবেন একজায়গায়।