Our Process
- Home
- Our Process
how to get started
Few Simple Steps
for Successful Business
০১
প্রজেক্ট ব্রিফিং এবং এগ্রিমেন্টঃ
একটা কাজ শুরু করার প্রথম ধাপ হচ্ছে সেটা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া। তাই ZovoGeeks এর টিম লিডার এর কাছে অবশ্যই আপনার প্রয়োজন সম্পর্কে বলতে হবে। আপনি আমাদের যে সার্ভিস টি নিতে চান তার বিস্তারিত ব্রিফ দিবেন। তারপর আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন যে আমাদের সার্ভিস টি নিবেন তখন চলে আসতে হবে পরবর্তী ধাপে। এবার আপনার বাজেট আর কাজের সময় ফিক্সড করে আমাদের শর্ত মেনে এগ্রিমেন্ট করবেন। এইতো খুব সহজেই আপনার প্রজেক্ট এর কাজ শুরু হয়ে গেল।
০২
রিসার্চ এবং কার্য সম্পাদনঃ
আপনার প্রজেক্ট টি এবার আমাদের স্পেসিফিক টিম এর কাছে হস্তান্তর করা হবে।কি বুঝলেন না তো?আচ্ছা বলছি।আপনার কাজ টি যদি হয় রাইটিং এর তবে সেটি যাবে রাইটিং টিম এর কাছে।আর আপনার কাজটি যদি হয় ডিজাইন এর তবে সেটি চলে যাবে ডিজাইন টিম এর কাছে। তারপর আমাদের এক্সপার্ট টিম মেম্বাররা সেটি নিয়ে রিসার্চ করবে। রিসার্চ করার পর শুরু হবে আপনার নির্ধারিত প্রজেক্ট এর কাজ। তারপর কাজটি কয়েকধাপে চেক করার পরে আমাদের টিম লিডার এর কাছে চলে আসবে।
০৩
রিভিশন এবং সাবমিশনঃ
এবার প্রজেক্ট সাবমিশন এর পালা। তবে সাবমিশন করতে পারলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়না। আপনার কাজের রিপোর্ট এবং এনালাইসিস অবশ্যই বুঝে নিতে পারবেন আমাদের কাছ থেকে। যদি কোন ভুল বা সমস্যা মনেহয় তখন কিন্তু আমাদের টিমের কাছে রিভিশন এর জন্য আবেদন করতে পারবেন। মনে রাখবেন রিভিশন এর জন্য ZovoGeeks অতিরিক্ত অর্থ নেয়না।তবে যদি আপনার কাজের রিকুয়ারমেন্ট বাড়ে তখন নতুন এগ্রিমেন্ট করতে হবে।
যে কোন ধরনের বিজনেস পরামর্শ ফ্রিতে গ্রহন করুন।