এটাকে পারসোনাল রিটেইল একাউন্ট বলা হয় বিকাশ থেকে। যাদের ট্রেড লাইসেন্স নাই তারা এই একাউন্ট ফ্রিতে নিতে পারবেন।
কি কি দরকার হয়?
1.এনআইডি ( Front & back)
2.নমিনির এনআইডি ( front)
3.সিমের মালিকানা প্রমান (এসএমএস স্কিন শর্ট)
4.আপনার ফেসবুক পেইজের / ইন্সট্রাগ্রামের স্কিন শর্ট
5.নতুন নাম্বার যেটাতে পূর্বে বিকাশ করা নেই
সুবিধা :
প্রতিদিন ৩০,০০০ টাকা আনতে পারবেন।
এজেন্ট ও এটিএমের মাধ্যমে মাসে ৩,০০,০০০ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন।
১০,০০০ টাকা প্রতিদিন আনতে কাস্টমার যতবারে ইচ্ছে পাঠাতে পারে এখানে কোনো লিমিট নেই।
পাশাপাশি এই একাউন্ট থেকে আপনি চাইলে রিফান্ড ও করতে পারবেন এক ক্লিকেই।
দিনে ৫ বার এজেন্ট থেকে এবং বুথ থেকে ৫ বার করে টাকা তুলতে পারবেন।
কাস্টমার ডিরেক্ট পেমেন্ট অপশন থেকে টাকা পাঠাবে যার জন্য সেন্ড মানিতে যে টাকা খরচ হতো সেটা হবে না।
কিভাবে ফ্রি একাউন্ট খুলবেন?
বিকাশ লিমিটেডের পার্টনার ( Zovo Team Ltd.) থেকে সাপোর্ট নিন
( বিকাশের নির্বাচন করা টিম আপনাকে গুগল মিট / যুমের মাধ্যমে) রেজিষ্ট্রেশন প্রসেসিং এ সহায়তা করবে।
আমাদের মাধ্যমে, আপনার একাউন্ট রেজিষ্ট্রেশন এপ্রুভ হতে (২০ থেকে ৩০ মিনিট) এ হয়ে যাবে।