ওয়েব হোস্টিং সার্ভিস

এক কথায় বলতে গেলে ওয়েব হোস্টিং হচ্ছে একটি জায়গা যেখানে ওয়েবসাইট টি রাখা হয়।তাহলে একটা ডোমেইন কেনার পর আপনার পরবর্তী কাজ কি হবে? নিশ্চয় ভালো হোস্টিং প্রোভাইডার খোজ়া। জানেন নিশ্চয় ডেডিকেটেড হোস্টিং (Dedicated Hosting) এর জন্য ডেডিকেটেড সার্ভার প্রয়োজন। এটা অনেক ব্যায়বহুল।আবার বিদেশী কোম্পানি এর কাছ থেকে হোস্টিং কেনার প্রক্রিয়া অনেকের কাছে ঝামেলা পূর্ন মনে হয়। তাই আপনাদের সুবিধার কথা মাথায় রেখে ZovoGeeks নিয়ে এসেছে শেয়ারড হোস্টিং (Shared  Hosting) সার্ভিস।

০১
০১
ফ্রী ২৪/৭ সাপোর্টঃ

আমাদের টিম আপনার সব জিজ্ঞাসার উত্তর দিতে সর্বদা প্রস্তুত। দিনে ২৪ ঘন্টা আর সপ্তাহে ৭ দিন আমরা আপনাকে ফ্রী সাপোর্ট দিবো হোস্টিং রিলেটেড যেকোন সমস্যাতে। আমদের টিম আপনার অভিযোগ কে অনেক গুরুত্ব দিয়ে থাকে আর কম সময়ে সমস্যার সমাধান করে।

০২
০২
ফাস্ট সি প্যানেল এক্সেসঃ

একটি ওয়েব সাইট এর পুরো নিয়ন্ত্রন থাকে সি-প্যানেল এ। ওয়েব সাইট ডেভলপমেন্ট এর মুল হাতিয়ার হল সি-প্যানেল। তাই ZovoGeeks এর ফ্রেন্ডলি সাপোর্ট টিম আপনার সি প্যানেল এর ফাস্ট এক্সেস দিতে বাধ্য থাকবে।

০৩
০৩
৩০ দিনের মানিব্যাক গ্যারেন্টিঃ

ZovoGeeks কিন্তু আপনাকে মানিব্যাক গ্যারেন্টি দিচ্ছে। কোন সমস্যা মনে হলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে টাকা ফেরত নিতে পারবেন। আমাদের সার্ভিস নেওয়ার পর হোস্টিং রিলেটেড কোন সমস্যার সমাধান আমরা দিতে না পারলে রিফান্ড পলিসি মেনে সার্ভিস ফি ফেরত নিবেন। ।

০৪
০৪
সার্ভার লেভেল প্রটেকশনঃ

আমরা সার্ভার লেভেল এর প্রটেকশন দিয়ে থাকি।আপনার সাইট এর সব ডাটা নিরাপদ রাখা একটা গুরুত্ত্বপুর্ন বিষয়। তাই সেইফ সাইট এর জন্য অবশ্যই আপনার প্রথম পছন্দ হবে ZovoGeeks । আমাদের পার্টনার ব্র্যান্ড থেকে হোস্টিং নিন আর নিশ্চিন্ত থাকুন সারা বছর।

আমাদের পার্টনার কোম্পানি থেকে আপনার ব্রান্ড/ প্রতিষ্ঠানের জন্য স্টেপ নিন।